সকল বোর্ড এসএসসি ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন ও সমাধান।

করোনাকলীন সময়ে ২০২১ সালের এসএসসি পরীক্ষা গত ১৪ নভেম্বর ২০২১ থেকে শুরু হয়। এবারের রুটিন অনুযায়ী একটি বিভাগের পরীক্ষা একদিনে নেওয়া হচ্ছে। সেই রুটিন অনুযায়ী আজ ১৫ নভেম্বর মানবিক ও বাণিজ্য বিভাগের দুটি পরীক্ষা অনুষ্ঠিত হয়। মানবিক বিভাগের পরীক্ষাটি হলো এসএসসি পরীক্ষা ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এবং বাণিজ্য বিভাগের এসএসসি ২০২১ হিসাব বিজ্ঞান।

{tocify} $title={Table of Contents}

আমরা আজ এই পোস্টের মাধ্যমে মানবিক বিভাগের এসএসসি ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন ও সমাধান নিয়ে আলোচনা করবো। তোমরা যারা এবারের ২০২১ সালের ssc পরীক্ষার্থী তাদের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্নগুলোর উত্তর দেখতে নিচে চোখ রাখো।

এসএসসি ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্ন ও সমাধান।

Table of Contents

এবারের এসএসসি ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা এর সর্ট সিলেবাস ছিলো ৭টি অধ্যায়ের। অধ্যায় গুলো হলো

  • ১ম অধ্যায় – ইতিহাস পরিচিতি
  • ২য় অধ্যায় – বিশ্বসভ্যতা
  • ৩য় অধ্যায় – প্রাচীন বাংলার জনপদ
  • ১১ অধ্যায় – ভাষা আন্দোলন ও পরবর্তি ঘটনাসমূহ
  • ১২ অধ্যায় – সামরিক স্বাসন ও স্বাধিকার আন্দোলন
  • ১৩ অধ্যায় – ৭০এর নির্বাচন ও মুক্তিযুুদ্ধ

প্রিয় এসএসসি ২০২১ পরীক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় তোমাদের পরীক্ষার রুটিন পেয়েছো এবং এডমিট কার্ড ও পেয়েছো। তোমরা নিশ্চয় এটাও নিশ্চিত হয়ে গেছো যে তোমাদের পরীক্ষা কখন শুরু হয় এবং কখন শেষ হয়।

আরো দেখুনঃ

২০২১ সালের এসএসসি পরীক্ষার ত্বকীয় অংশের সময় নির্ধারণ করা হয়েছে ১ ঘন্টা ৩০ মিনিট। যা শিক্ষার্থীদের ভয়ের অন্যতম কারণ। কারণ এই অল্প সময়ে অনেক শিক্ষার্থী সৃজনশীল অংশের উত্তর দিতে পারছে না। অনেকে কান্নাকাটি করছে পরীক্ষা সম্পূর্ণ না দিতে পারার কারণে। তাই তোমরা যারা সমনের পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করবে তাদের মনে রাখতে হবে যে তোমাদের দ্রুত লিখতে হবে।

আমরা সবাই জানি বর্তমানে আমাদের দেশে মোট ৯টি বোর্ড রয়েছে। এই নয়টি বোর্ড ও এসএসটি পরীক্ষার বিষয়ের নাম নিচে এক নজর দেখে নেওয়া যাক।

সকল বোর্ড নাম সহ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা

  • ঢাকা বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • রাজশাহী বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • সিলেট বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • যশোর বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা  বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • বরিশাল বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • চট্রগ্রাম বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • দিনাজপুর বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১
  • ময়মনসিংহ বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান ২০২১

এসএসসি ২০২১ বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ে ত্বকীয় অংশে মোট ৮টি প্রশ্ন ছিলো যার মধ্যে তোমাদের উত্তর দিতে হয়েছে ৫টি এবং পূর্ণমাণ ছিলো ৫০। তোমাদের এই ৫টি প্রশ্নের উত্তর দিতে ১ঘন্টা ৩০মিনিট সময়কে অর্থাৎ ৯০ মিনিট সময়ে ৫দিয়ে ভাগ করে নিতে হবে। অর্থাৎ প্রতিটি প্রশ্ন লেখার জন্য তোমরা ১৮ মিনিট করে সময় পাবে। এই কথাটা মাথায় রেখে উত্তর লেখা শুরু করতে হবে।

আমরা তোমাদের জন্য আজ সকল বোর্ডের বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বিষয়ের ২০২১ সালের এসএসসি পরীক্ষার বহুনির্বাচনী ও সৃজনশীল প্রশ্নের সমাধনা প্রকাশ করবো। তোমরা নিচে তোমাদের কাঙ্খিত বোর্ড বেছে নাও ও উত্তর যাচাই করো।

এসএসসি ২০২১ ঢাকা বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এখানে শুধুমাত্র একটি সেটের উত্তর দেওয়া হয়েছে। তোমাদের কাছে অনুরোধ তোমরা অন্য সেটগুলো মিলিয়ে নিয়ে যাচাই করো।

ঢাকা বোর্ডঃ সেট -গ

১। খ, ২। খ, ৩। ঘ, ৪। ক, ৫। ঘ, ৬। গ, ৭। গ, ৮। ক, ৯। গ, ১০। ঘ, ১১। ক, ১২। খ, ১৩। ক, ১৪। ঘ, ১৫। গ, ১৬। গ, ১৭। ঘ, ১৮। গ, ১৯। ক, ২০। ক, ২১। ঘ, ২২। খ, ২৩। ক, ২৪। গ, ২৫। খ, ২৬। খ, ২৭। গ, ২৮। ঘ, ২৯। খ, ৩০। ঘ

১।  খ.১৯৬৬
২। খ.হরিকেল
৩। ঘ.চতুর্থ সংশোধনী
৪। ক) ১৭
৫। ঘ.i,ii ও iii
৬। গ) সামরিক শক্তি বৃদ্ধি
৭। গ) ১৯৫৬
৮। ক) সাদা-কালো
৯। গ)  ৩৪
১০। ঘ) যুক্তফ্রন্ট
১১। ক)i ও ii
১২। খ) ১৯৪৮ সালে ২ মার্চ

১৩। ক) মাতৃ পূজা
১৪) ঘ) আগরতলা ষড়যন্ত্র মামলা
১৫) গ) ভারত
১৬। গ) মীশরীয় সভ্যতা
১৭। ঘ) i, ii, ও iii
১৮। গ) ২২৩
১৯। ক) ধর্মীয় কারনে
২০। ক) ভাষা আন্দোলন
২১। ঘ)  তানভীর করিম
২২। খ) ii ও iii
২৩। ক) ছাত্রদের গৌরবময় ত্যাগকে স্বরনীয় করা
২৪। গ) বীর প্রতিক
২৫।  খ) লোভের কারনে
২৬। খ) i ও iii
২৭। গ) রাষ্টপ্রধানের সম্মানে গার্ড অব অনার প্রধান
২৮।ঘ) i,ii ও iii
২৯। খ. ১৯৬৬ সালে ৬ দফা
৩০।  ঘ) i,ii ও iii
এসএসসি ২০২১ ঢাকা বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

এসএসসি ২০২১ ঢাকা বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান 1

এসএসসি ২০২১ রাজশাহি বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ যশোর বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ সিলেট বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

আমরা এখানে তোমাদের একটি সেটের উত্তর দিয়েছি। তোমরা এখান থেকে তোমাদের অন্য সেটগুলো মিলিয়ে নিও।

এসএসসি ২০২১ সিলেট বোর্ড ইতিহাস  সেটঃ গ 

১।  ঘ. শিক্ষা আন্দোলন
২। গ.মাথায় আগাতের ফলে
৩। খ.১৯১৭
৪। ক) অত্তকোন্দলে
৫। খ) পুন্ডু
৬। ক) i ও ii
৭। খ) ঢাকা বিশ্ববিদ্যালয়
৮। ক) ফারাও
৯। ক) রাজশাহী, বগুরা ও দিনাজপুর
১০। ঘ) ইমারাত
১১। ক) বুদ্ধিজীবীদের হত্যার জন্য
১২। ঘ) রোমান
১৩। খ) আব্দুল হামিদ খান ভাসানী
১৪) ঘ) চিত্রিত
১৫) ঘ) i, ii ও iii

১৬। গ)  ১১ দফা
১৭। ঘ) ১০ ডিসেম্বর
১৮। ক) ১৯৪০
১৯। ঘ)  i, ii ও iii
২০। গ) রাজনৈতিক ষড়যন্ত্রের ফলে
২১। ঘ) ভূমধ্যসাগরকে কেন্দ্র করে
২২। খ) ২৬ শে মার্চ ১৯৯৭
২৩। খ) ১৯৭১
২৪। গ) ১৯৫৭ সালে
২৫।  খ) ১১ জানুয়ারি ১৯৭২
২৬। গ) গৌড়
২৭। ক) ১৯৬৬ সালে ৯ ই মে
২৮।ঘ) মানুষের পূর্ণবস্ত নির্মানের কারনে
২৯। ক. ভাষা আন্দোলন
৩০।  ঘ) i,ii ও iii

এসএসসি ২০২১ ময়মনসিংহ বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ বরিশাল বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ চট্রগ্রাম বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ কুমিল্লা বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

এসএসসি ২০২১ দিনাজপুর বোর্ড বাংলাদেশের ইতিহাস ও বিশ্বসভ্যতা বহুনির্বাচনী প্রশ্ন সমাধান

নিচে তোমাদের সেট কোড ধরে বহুনির্বাচনী প্রশ্নগুলো উত্তর দেওয়া হলো। তোমাদের তো ২৫টি বহুনির্বাচনী প্র্রশ্নের মধ্যে ১৩টি উত্তর দিতে হবে। আমরা এখানে ২৫টির সঠিক উত্তর দিয়ে দিবো। তোমরা বেছে তোমাদের দেওয়া উত্তরগুলো মিলিয়ে নিবে।

Share to help others:

This Post Has 2 Comments

  1. Unknown

    ভায়া আপনি যশোর বোর্ডের ইতিহাসে প্রশ্ন mcq পাইছেন

  2. Unknown

    বরিশাল বোর্ড এর HSC ইতিহাস ক সেট MCQ

Leave a Reply