কিভাবে ব্যাংক একাউন্ট অন্য শাখায় স্থানান্তর করবেন। how to Transfer bank account to another branch.

কিভাবে  ব্যাংক একাউন্ট অন্য শাখায় স্থানান্তর করবেন। how to Transfer bank account to another branch.

আমাদের অনেককেই সময়ের প্রয়োজনে অন্য জেলায় অথবা অন্য থানায় চলে যাওয়া লাগে। অথবা চাকরির করণেও বদলি হওয়া লাগে। এমন অবস্থায় আমাদের ব্যক্তিগত ব্যাংক একাউন্টটিও কাঙ্খিত স্থানে স্থানান্তর করে আনতে হয়। আবার অনেকে কাঙ্খিত স্থানে একটি নতুন একাউন্ট ও খুলে নিতে পারেন। কিন্তু নতুন একাউন্ট খোলা একটি ঝামেলার কাজ তাই ব্যাংক একাউন্টটি আগের শাখা থেকে নতুন শাখায় পরিবর্তন করে আনাটায় সহজ এবং যুক্তিযুক্ত। আমরা অনেকেই জানিনা কিভাবে এই শাখা স্থানান্তর করতে হয়। আমরা আজ জানবো কিভাবে ব্যাংক শাখা স্থানান্তর করতে হয়।

এক শাখা থেকে অন্য শাখায় ব্যাংক একাউন্ট স্থানান্তর করার নিয়ম

  • প্রথমে আপটি আপনার আগের ব্যাংক শাখায় নিম্নের মত একটি আবেদন জমা দিন।
  • ম্যানেজারের সাথে কথা বলে দ্রুত একাউন্টটি কাঙ্খিত ব্যাংকে পাঠিয়ে দিতে বলুন।
  • আপনার কাঙ্খিত শাখায় যোগাযোগ করুন এবং আপনার নতুন একাউন্টের নম্বরটা নিয়ে নিন। 

ব্যাংক শাখা স্থানান্তরের আবেদন।


Date:

To

The Bank Manager

Bank name

Branch name

 

Subject: Transfer of saving bank account to another branch.

 

Sir,

I have a saving account in your bank with account number (………………). Due to my job/address transfer I would like to transfer my bank account from your branch to Branch name, (Address: ………………………, Branch code: ….., SWIFT code: ……………, Routing number: ……………….).

 

So, I request you to please transfer my bank account to the above mentioned branch.

 

 

Yours sincerely

 

Your name

Address

হলুদ অংশগুলো আপনি অবশ্যই পরিবর্তন করে নিবেন।
Share to help others:

Leave a Reply