১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১

শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয় ১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট উত্তর ২০২১ খুজছো। আজ আমরা তোমাদের সেই কাঙ্খিত অ্যাসাইনমেন্টটির নমুনা উত্তর সরবরাহ করবো। তোমাদের বাংলা এসাইনমেন্টটি খুব সহজ হবে বলে আমরা আশা করি।

প্রিয় শিক্ষার্থীরা তোমরা উত্তরটি লেখার আগে প্রশ্নগুলো পড়বে এবং নির্দেশনায় যে বইগুলো পড়ার কথা বলা আছে সেগুলো পড়বে। তোমাদের অন্যান্য বই না থাকলে বাংলা বই নিশ্চয় আছে। সেটার যে অধ্যায়টি পড়তে বলা হয়েছে সেই অধ্যায়টি ভালো করে পড়ে তারপর উত্তর লেখা শুরু করবে।

৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১৭ সপ্তাহ উত্তর ২০২১

তোমাদের অনেকে বাংলা বিষয়কে সহজ ভেবে অ্যাসাইনমেন্টটি গুরুত্বহীনভাবে লিখে থাকো। কিন্তু এমনটি করা উচিত নয়। তোমাদের এসাইনমেন্টের উত্তর লেখার সাথে সাথে কিন্তু বিষয়টি পড়াও হয়ে যায়। তাই যে কোনো অ্যাসাইনমেন্ট লিখার সময় ভালো করে পড়ে এবং মনোযোগ সহকারে লিখবে।

সপ্তম শ্রেণির বাংলা ১৭ সপ্তাহের অ্যাসাইনমেন্টটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। সেই প্রশ্নগুলো ডাউনলোড করতে এখানে ক্লিক করুন।

আশা করি তোমরা আমাদের সম্পূর্ণ পোস্টটি পড়বে এবং আমাদের নির্দেশনা গুলো বুঝে সেই অনুযায়ী কাজ করবে। সকল তোমাদের ১৭ সপ্তাহের বাংলা প্রশ্নগুলো দেখার আমন্ত্রণ  রইলো। চলো তাহলে প্রশ্নগুলো দেখে নিই।

৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১৭ সপ্তাহ প্রশ্ন

অধ্যায়ঃ ব্যাকরণ
বিষয়বস্তুঃ সন্ধি
নির্দেশনাঃ 
  • সন্ধির নাম (স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি)
  • নিয়ম (পূর্ণ/ সংক্ষিপ্ত) দুটোই গ্রহণযোগ্য হবে)
  • ৩০টি তথ্য লিখতে হবে।
৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ১৭ সপ্তাহ প্রশ্ন

৭ম শ্রেনির শিক্ষার্থীরা তোমরা দেখতে পাচ্ছ যে যে তোমাদের ১৭ সপ্তাহের বাংলা অ্যাসাইনমেন্টে সন্ধি নিয়ে প্রশ্ন করা হয়েছে। তাই তোমাদের সাজেস্ট করবো তোমাদের বাংলা  ব্যকারণ বই থেকে সন্ধি বিচ্ছেদ অংশটা ভালো করে পড়ে নিতে। তাহলে তোমরা  সহজেই আজকের প্রশ্নের উত্তর করতে পারবে। যদিও আমরা তোমাদের একটি নমুনা উত্তর দিয়ে দিবো।

১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান

এসাইনমেন্ট শুরু

প্রদত্ত শব্দ

সন্ধি বিশ্লেষণ

সন্ধির নাম

নিয়ম/সূত্র

নবান্ন

নব+অন্ন

সরসন্ধি

অ+অ মিলে আ হয়েছে।

শীতার্ত

শীত +ঋত

সরসন্ধি

অ+ঋ উভয় মিলে আর হয়েছে।

নিজন্ত

নিচ+অন্ত

ব্যঞ্জনসন্ধি

ব্যঞ্জন ধ্বনি+ সরধ্বনি হয়েছে।

উচ্চারণ

উৎ+চারণ

ব্যঞ্জনসন্ধি

ত এর পর চ থাকলে ত এর স্থলে চ হয়।

সন্ধি

সম্ +ধি

ব্যঞ্জনসন্ধি

’ম’ ন হয়েছে।

বৃষ্টি

বৃষ্ +তি

ব্যঞ্জনসন্ধি

’ষ’ এর পরে ত থাকলে ’ত’ এর স্তানে ট হয়।

প্রচ্ছদ

প্র+ছদ

ব্যঞ্জনসন্ধি

অ+ছ = চ্ছ হয়েছে।

উন্নত

উৎ + নত

ব্যঞ্জনসন্ধি

ত+ন মিলে ন্ন হয়েছে।

রাজ্ঞী

রাজ+নী

ব্যঞ্জনসন্ধি

জ এর পর নাসিক্য ধ্বনি তালব্য হয়েছে।

ষষ্ঠ

ষষ্ +থ

ব্যঞ্জনসন্ধি

ষ এর পরে থ থাকলে থ এর স্থানে ‘ঠ’ হয়।

 

এসাইনমেন্ট শেষ

আরো পড়ুনঃ

ষষ্ঠ শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট ২০২১

অ্যাসাইনমেন্টটি ছবি আকারে ডাউনলোড করুন এখান থেকে

১৭ সপ্তাহের ৭ম শ্রেণির বাংলা অ্যাসাইনমেন্ট সমাধান

উপরের উত্তরগুলোর কোনোটি যদি তোমাদের কাছে ভূল মনে হয় তাহলে বইয়ের সাথে ভালো করে মিলিয়ে লিখবে। আর আমাদের জানাতে ভূলবেনা যেন। আমরা তোমাদের সম্পর্ণ নির্ভূল উত্তর দেওয়ার চেষ্টা করেছি।

উত্তরগুলো লেখার আগে তোমাদের বই থেকে সন্ধি অধ্যায়টি ভালো করে পড়ে নাও।

আমাদের সাথে থাকতে আমাদের ফেজবুক পেজে লাইক দিয়ে রাখো। অথবা আমাদের এসাইনমেন্ট ফেজবুক গ্রুপে যুক্ত হতে পারো। এসাইনমেন্টগুলো ভিডিও আকারে পেতে আমাদের ইউটিউব চ্যনেলটি সাবসক্রাইব কর।


আমাদের ইউটিউব লিংক
https://www.youtube.com/channel/UCea_DqYt9NegZgE5A-mdIag
ফেজবুক পেজ (সমস্যা ও সমাধান)
https://web.facebook.com/shomadhan.net
assignment all class (6-9)📝📝
https://web.facebook.com/groups/287269229272391

বি.দ্রঃ নমুনা উত্তর তোমরা হুবুহু কপি করবেনা। আজকের উত্তরটি কপি করলে সমস্যা নাই। তবে তোমরা একবার দেখে নিজে নিজে করার চেষ্টা করবে। কিছু কিছু বিষয়ের অ্যাসাইনমেন্ট কপি করা যাবেনা কপি করে খাতা বাতিল হলে সমাধান.নেট দায়ি থাকবেনা।

Share to help others:

This Post Has One Comment

Leave a Reply