সদ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য

সদ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য

সদ/বাস্তব বিম্ব

অসদ/অবাস্তব বিম্ব

১. কোনো বিন্দু থেকে বিঃসৃত আলোক রশিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর দ্বিতীয় কোন বিন্দুতে মিলিত হলে সদ বিম্ব গঠিত হয়।

কোনো বিন্দু থেকে নিঃসৃত আলোক রশ্নিগুচ্ছ প্রতিফলন বা প্রতিসরণের পর যদি দ্বিতীয় কোন বিন্দু থেকে অপসৃত হচ্ছে বলে মনে হয় তাহলে অসদ বিম্ব গঠিত হয়।

২. চোখে দেখা যায় এবং পর্দায়ও ফেলা যায়।

চোখে দেখা যায় কিন্তু পার্দায় ফেলা যায় না।

৩. অবতল দর্পণ ও উত্তল লেন্সে উৎপন্ন হয়।

সব রকম দর্পন ও লেন্সে উৎপন্ন হয়।


বাস্তব বিম্ব ও অবাস্তব বিম্বের মধ্যে পার্থক্য

সদ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য
সদ ও অসদ বিম্বের মধ্যে পার্থক্য
Share to help others:

Leave a Reply